পাকিস্তানে যাওয়ার পথে লোহিত সাগরে একটি কনটেইনারবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বন্দর থেকে করাচি বন্দরে যাওয়ার পথে গত মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
ইউনাইটেড-৮ নামের জাহাজটি সুইজারল্যান্ডভিত্তিক এমএসসি মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির মালিকানাধীন। হামলার ঘটনায় জাহাজে থাকা নাবিকদের কেউ আহত হননি বলে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানিটি আরও বলেছে, হামলার শিকার হওয়ার বিষয়টি কাছে থাকা টহল জোটের যুদ্ধজাহাজকে জানানো হয়। একই সঙ্গে হামলাকারীদের ফাঁকি দিতে জাহাজের পথ পরিবর্তন করা হয়।