এই বছর তিনটি সিনেমা মুক্তি পেল দেবের। আর তিনটিই হিট! কখনো তিনি উপন্যাসের পাতার কাল্ট চরিত্র ব্যোমকেশের বেশে ধরা দিয়েছেন, কখনো আবার বীর বিপ্লবী বাঘা যতীন হয়ে। বছর শেষে এলেন আদর্শ পুলিশ অফিসার হয়ে। তবে ২০২৪ সালটা একেবারেই অন্যরকম যাবে। একেবারে অন্যধারার সব সিনেমা নিয়ে আসছেন দেব। আগেই জানা গিয়েছিল তার নতুন সিনেমা খাদানের কথা। এবার সেই প্রসঙ্গে কথা বললেন তিনি।
খাদান সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। এটি একটি আদ্যোপান্ত বাণিজ্যিক সিনেমা হতে চলেছে, যেটার পরিচালনা করবেন সঞ্জয় রিনো দত্ত।
সেই প্রসঙ্গে ছবির নাম না দেব বলেছেন, সৃজিতদার টেক্কা আগামী মাস অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এরপর ফেব্রুয়ারি থেকে আরেকটা ছবির কাজ শুরু হবে, সেটা পরে বলব। কয়লা মাফিয়া নিয়েও একটা ছবির কথা চলছে। উত্তম কুমারের নায়ককেও নতুনভাবে আনার কথা ভাবা হচ্ছে।