২০২৩ সালকে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) বছর বলে থাকেন। কেননা বছরটিতে এই প্রযুক্তিটির অকল্পনীয় উন্নতি হয়েছে। সেইসঙ্গে বিশ্বজুড়ে এটিকে ঘিরে তৈরি হয়েছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে চাকরিক্ষেত্রে মানুষের জায়গা দখল করে দিচ্ছে এই কৃত্রিম মেধা। তবে এই সব উদ্বেগ-উৎকণ্ঠার মাঝে থেমে নেই গবেষণা এবং উদ্ভাবনের কাজ।
বছরজুড়ে একাধিক এআই টুল লঞ্চ হয়েছে বাজারে। যার মধ্যে রয়েছে গুগল, টুইটার (বর্তমানে এক্স) মাইক্রোসফট ইত্যাদি। প্রত্যেকটি সংস্থাই নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছে মানুষের কাছে। ব্যক্তিগত স্তরে এবং ব্যবসায়িক ক্ষেত্রে একাধিক সুবিধা দিতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।