একটা লম্বা সময় পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের ভাগ্য বদলেছিল ‘ফার্গি টাইম’ এর উপর নির্ভর করে। ম্যাচের শেষের ১০ মিনিটে বহুবারই ফল নিজেদের পক্ষে টেনে এনেছিল ইউনাইটেড। সেসময়ের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের নামের ভিত্তিতে এর নামই হয়ে যায় ‘ফার্গি টাইম’।
সাম্প্রতিক সময়ে এমন কিছুর অপেক্ষায় ছিলেন ম্যানচেস্টারের ভক্তরা। কিন্তু হতশ্রী দশার রেড ডেভিলরা শেষের দিকে যেন আরও নড়বড়ে। প্রিমিয়ার লিগের সবশেষ ৩ ম্যাচে গোলই করতে পারেনি তারা। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে বক্সিং ডের ফিক্সচারে ভক্তদের রোমাঞ্চকর এক ম্যাচই উপহার দিয়েছে দলটি। আলেকজান্ডার গার্নাচো আর রসমুস হয়লুন্ডের গোলে অসাধারণ এক জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা।
অ্যাস্টন ভিলা ২ - ৩ ম্যানচেস্টার ইউনাইটেড
বছরের শেষটা যতখানি নাটকীয় হওয়ার দরকার ছিল। ঠিক তততাই নাটকীয় করেছে অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার ইউনাইটেড। এই মৌসুমে প্রিমিয়ার লিগে সারপ্রাইজ প্যাকেজ হয়ে এসেছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা। সুযোগ ছিল ইউনাইটেডকে হারিয়ে টেবিলের শীর্ষে চলে যাওয়ার। তবে সেটা হয়নি গার্নাচো আর হয়লুন্ডের দুর্দান্ত এক কামব্যাকে।