এ যেন পেনাল্টিরই এক ম্যারাথন। এক ম্যাচেই দর্শকরা দেখলেন ৩৪টি পেনাল্টি গোল। গোলরক্ষকরা যেন ছিলেন পুরোপুরি অসহায়। ঘটনা ঘটেছে মিশরের ঘরোয়া লিগের এক কাপ আসরের সেমিফাইনালে। মর্ডান ফিউচার এবং পিরামিডের মধ্যকার ম্যাচে দেখা গেল এই পেনাল্টির ম্যারাথন। জয়টা অবশ্য গিয়েছে ফিউচারের ভাগ্যে।
বড়দিনের সন্ধ্যায় ইজিপশিয়ান সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল। সেমির লড়াই নির্ধারিত ৯০ মিনিট শেষে ড্র থাকে ০-০ গোলে। কেউই গোল করতে ব্যর্থ হলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। গোল আসেনি সেই ত্রিশ মিনিটেও। খেলা গড়ায় টাইব্রেকারে।