নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমাদের নির্বাচনের প্রতি দেশি–বিদেশি সবার আগ্রহ রয়েছে। বিদেশিরা প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। তাই সবাই নির্বাচনি আইন ও বিধি মেনে চলুন।’
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্য বিষয়ে মতবিনিময় সভা শেষে প্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষকের নজরদারিতে থাকবেন বলে জানান তিনি।