মঙ্গল গ্রহে কি বন্যা হতো

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫

একটু বৃষ্টিতেই রাজধানী ঢাকার অনেক এলাকা জলমগ্ন হয়ে যায়। ফলে পানি জমে জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এ সমস্যা শুধু পৃথিবীতেই নয়, মঙ্গল গ্রহেও নাকি একসময় পানি জমে যাওয়ার পাশাপাশি বন্যার দেখা মিলত। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান পারসিভারেন্স রোভারের নেভিগেশন ক্যামেরায় তোলা ছবি ও বিভিন্ন পাথরের তথ্যাদি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা।


নাসা জানিয়েছে, বহুকাল আগে মঙ্গল গ্রহের পৃষ্ঠে পানির অস্তিত্ব ছিল। লাল গ্রহটিতে বন্যার ঘটনা নিয়মিত ছিল বলেও প্রমাণ পেয়েছেন গবেষকেরা। মঙ্গলের শুকিয়ে যাওয়া নদী ও বদ্বীপ জেজিরো ক্রেটারের ছবি থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গোলাকার পাথর বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, প্রায় ১০০ কোটি বছর আগে প্রবল বন্যার পানিতে এসব পাথর ভেসে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us