পোশাক, গয়না, অতিথি আপ্যায়ন, ফটোশুট, সিনেমাটোগ্রাফি—সব মিলিয়ে নতুন জীবনের শুরুতে খরচ বিস্তর। খরচ বাঁচাতে গিয়ে প্রি–ওয়েডিং ফটোশুটটা কি বাদ দিয়ে দেবেন, নাকি কম খরচে করিয়ে নেবেন? এমন নানা ভাবনা আসতে পারে আপনার মনে। প্রি–ওয়েডিং ফটোশুটে কিছু বিষয় খেয়াল রাখুন।
একজন আলোকচিত্রী দিয়েই কিন্তু প্রি–ওয়েডিং ফটোশুট হতে পারে। সে ক্ষেত্রে খরচ হতে পারে সাড়ে আট হাজার টাকা। তবে এদিকে আবার যুগের চাহিদা সিনেমাটোগ্রাফি। সেই চাহিদা পূরণ করতে চাইলে কিন্তু ভিডিও করার জন্য আরেকজন ব্যক্তিকে প্রয়োজন হবে। খরচটাও একটু বাড়বে। বর–কনে ছাড়া অন্য কারও ছবি তোলাতে চাইলেও যোগ হবে বাড়তি খরচ। কোথায় শুট হচ্ছে, কতটা সময় লাগছে—এসবের ওপরও নির্ভর করে খরচ। তবে ছবি বা ভিডিও সুন্দর হবে কি না, তা কেবল খরচের ওপরই নির্ভর করে না; আপনার নিজের ভূমিকাও গুরুত্বপূর্ণ।