গর্ভের শিশু সুস্থ কি না, জানতে আজকাল চলে নানা পরীক্ষা-নিরীক্ষা। গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসের সময় (১৩ সপ্তাহ থেকে ২৭ সপ্তাহ) বিশেষ আলট্রাসনোগ্রাম স্ক্যান বা অ্যানোমেলি স্ক্যান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিশুর গঠনগত কোনো ত্রুটি আছে কি না, খুঁজে বের করার চেষ্টা করা হয়। সেই সঙ্গে শারীরিক বৃদ্ধি সঠিক হচ্ছে কি না, তা-ও দেখা হয়।
এই স্ক্যান ১৮ থেকে ২৪ সপ্তাহের মধ্যে করা উচিত। স্ক্যানটির অন্যান্য নাম লেভেল ২ আলট্রাসাউন্ড, অ্যানাটমি স্ক্যান, মিড প্রেগন্যান্সি স্ক্যান, ২০ উইক স্ক্যান, সেকেন্ড ট্রাইমিস্টার স্ক্যান ইত্যাদি। এ ছাড়া এটিকে টিআইএফএফএ (টার্গেটেড ইমেজিং ফর ফাটাল অ্যানোমেলিস) বলা হয়।