২৫ লাখ টাকার মধ্যে পাঁচ রিকন্ডিশন্ড গাড়ি

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৬

১. টয়োটা অ্যাক্সিও


রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে অন্য যেকোনো ব্র্যান্ডের মধ্যে টয়োটার কদর সবচেয়ে বেশি দেখা যায়। এ ক্ষেত্রে টয়োটার ২০১৮ সালের অ্যাক্সিও মডেলের গাড়িটি আপনি পছন্দের শীর্ষে রাখতে পারেন। ১৫০০ সিসির রিকন্ডিশন্ড গাড়িটির বেসিক প্যাকেজের দাম ২৩ থেকে ২৫ লাখ টাকার মধ্যে। প্রায় কাছাকাছি বৈশিষ্ট্যের আরেকটি গাড়ি হচ্ছে ২০১৮ মডেলের টয়োটা ফিল্ডার।


উভয় গাড়িই হাইব্রিড ও নন-হাইব্রিড—এ দুই ধরনের হতে পারে। তবে নন-হাইব্রিড গাড়ির দাম সাধারণত এক থেকে দেড় লাখ টাকা বেশি হয়। কারণ, দেশে নন-হাইব্রিড গাড়ির শুল্ক বেশি। উভয় গাড়িতে রয়েছে প্রজেকশন হেডলাইট, এলয় রিমের চাকা, মাল্টিমিডিয়া স্ক্রিন, ফগলাইটসহ বিভিন্ন বৈশিষ্ট্য। গাড়ি হাইব্রিড হলে ঢাকার মধ্যে ১২ থেকে ১৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। ঢাকার বাইরে মাইলেজ প্রায় ২০ কিলোমিটার। আর গাড়ি হাইব্রিড না হলে মাইলেজ প্রায় ৫ কিলোমিটার কম হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us