‘আমি সিআইডির ওসি রবিউল বলছি, আপনার নাম কি মোস্তাফিজ? আগামীকাল দুপুরের মধ্যে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে এসে দেখা করবেন’—ফোনে এভাবে ডাকা হয়েছিল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে। পরদিন রাজধানী ভাটারা এলাকার বাসা থেকে সিআইডি পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। পূর্বাচলের একটি এলাকায় আটকে নির্যাতন করে তাঁর কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গত অক্টোবরের এ ঘটনায় মোস্তাফিজুরের দায়ের করা মামলা তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সিআইডির এসআই রেজাউল করিম (৩৯) ও কনস্টেবল আবু সাঈদ (৩২) এই অপহরণকারী চক্রের নেতৃত্ব দিতেন। তাঁরা সিআইডি পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ডেকে অপহরণ করে পূর্বাচলের নির্জন এলাকায় নিয়ে যেতেন। সেখানে আটকে নির্যাতন করে অপহরণের শিকার ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতেন।