আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ওই চৌধুরী কাউকে সম্মান দেন না। শিক্ষককে সম্মান দেন না। তার নেতাকর্মীকে সম্মান দেন না। সেই জমিদারকে আমরা চাই না। আমরা চাই এমন একটা মানুষ, যে আমাদের পাশে বসে ভাত খাবে, সুখ-দুঃখের কথা বলবে। আর মাসে একবার হলেও আমাদের কাছে এসে সমস্যার সমাধান করবে।
রোববার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে নির্বাচনি প্রচারকালে মাহি এসব কথা বলেন। এ নায়িকা রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
মাহি বলেন, ১৫ বছর তো একজন পুরুষ মানুষকে দেখেছেন। এবার কোনো পুরুষকে না দিয়ে একটা মেয়েকে ভোট দিয়ে দেখুন। আপনাদের এই ছোট বোনকে দায়িত্ব দিয়ে দেখুন, সে আপনাদের জন্য কী কী করতে পারে। এবার আমার ভোটে অংশগ্রহণ করার প্রধান কারণ হচ্ছে— অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ওই চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ।