স্ত্রীকে সালমা বেগমকে হত্যার মামলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এনামুল হককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। তাঁকে পাঠানো হয়েছিল কনডেম সেলে। দীর্ঘ ছয় বছর সেখানে শুধু মৃত্যুর প্রহর গুনেছেন তিনি। অবশেষে হাইকোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দায়রা জজের সেই রায়কে গুরুতর বেআইনি কাজ বলেও পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত।
রায়ে হাইকোর্ট বলেছেন, সেটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না। পরিস্থিতির কারণে হঠাৎ উত্তেজিত হয়ে আসামি এই ঘটনা ঘটিয়েছেন। যা ৩০২ ধারায় নয়, ৩০৪ ধারার অপরাধ। ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করা দায়রা জজের গুরুতর বেআইনি কাজ হয়েছে। এরই মধ্যে আসামির সাজা খাটা শেষ হওয়ায় অন্য কোনো অভিযোগ না থাকলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।