‘ব্যর্থতার সাথেই সখ্যতা’, এ কোন ইউনাইটেড?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৯

জয়োৎসবের রেশ থাকতে থাকতেই পা ফসকানো, লড়াকু পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ার পরের ম্যাচেই বিধ্বস্ত হওয়ার গল্প- মৌসুমের শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ঠিক এমনই অধারাবাহিক আর ব্যর্থতায় ভরা। সবশেষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের মধ্য দিয়ে তাদের হতাশাময় এই পথচলার প্রথম অর্ধ পূর্ণ হয়েছে।


ক্রিসমাসের আগে, মৌসুমের এই পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি হেরেছে ১৩টি ম্যাচ; ১৯৩০ সালের পর থেকে কোনো মৌসুমে এতটা বাজে শুরু আর করেনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি।


প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে হেরেছে প্রতিযোগিতাটির রেকর্ড চাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর ছয় মিনিটের ব্যবধানে গোল দুটি হজম করে তারা; জ্যারড বোয়েন ওয়েস্ট হ্যামকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মেদ কুদুস।


প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা তিন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে জয়শূন্য রইল ম্যানচেস্টার ইউনাইটেড; এই চার ম্যাচের তিনটিতেই তাদের সঙ্গী পরাজয়। এমনকি এই চার ম্যাচে কোনো গোলও করতে পারেনি এরিক টেন হাগের দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us