দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ৯ ফেব্রুয়ারি; এর একমাস পর ৮ মার্চ হবে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা।
সচিবালয়ে রোববার সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। অনলাইনে শিক্ষার্থীরা আগামী ১১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমার বিষয়ে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি মন্ত্রী।
এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজে আসন রয়েছে ১১ হাজার ৭২৮টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি।
ভর্তি পরীক্ষায় অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে আগামী ৯ জানুয়ারি থেকে মেডিকেল কোচিং সেন্টারগুলো বন্ধের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “পরীক্ষা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব দপ্তরের সহযোগিতা আমরা নিয়ে থাকি। শিক্ষার্থীরা যেখানে পরীক্ষা দিতে আসে, সেখানে মোবাইল অ্যালাউ করা হয় না। শিক্ষার্থীরা হলে ঢোকার সময়ও অনেক কিছু চেক করে নেওয়া হয়।”