ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের লড়াই জমল না একদমই। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে এসে বাজিমাত করল পেপ গুয়ার্দিওলার দল। হুলিয়ান আলভারেসের নৈপুণ্যে ফ্লুমিনেন্সকে অনায়াসে হারিয়ে জিতল শিরোপা।
সৌদি আরবে শুক্রবার রাতের ফাইনালে ৪-০ গোলে জিতেছে সিটি। শুরু ও শেষ গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেস। ফিল ফোডেনের করা তৃতীয় গোলে ছিল তার অবদান। অন্য গোলটি ছিল নিনোর আত্মঘাতী।
লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের হারিয়ে একটা চক্র পূরণ করলেন গুয়ার্দিওলা। সিটির হয়ে জিতলেন সম্ভাব্য সব শিরোপা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতলেন চারবার। অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন তিনবার।
ফ্লুমিনেন্সকে হারিয়ে ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল সিটি। এর আগে এই কৃতিত্ব ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের।