সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলছে মামলায়

আজকের পত্রিকা প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:১০

মামলা ও প্রশাসনিক জটিলতায় প্রায় ১৪ বছর আটকে থাকার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দেওয়া শুরু হয়েছে। গত পাঁচ মাসে ১৯ উপজেলার ১ হাজারের বেশি সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়েছেন। পর্যায়ক্রমে আরও কয়েকটি উপজেলার শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কার্যক্রম চলছে। কিন্তু মামলা কিছুতেই পিছু ছাড়ছে না প্রাথমিক শিক্ষকদের। দেশের বিভিন্ন উপজেলার প্রায় ১৮ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির কার্যক্রম মামলার জটিলতায় আটকে আছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রমতে, দেশের ১৪০ উপজেলায় প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া শিক্ষকদের মামলায় আটকে আছে প্রায় ৭ হাজার শিক্ষকের পদোন্নতি। এ ছাড়া ২০১৩ সালে ধাপে ধাপে জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মামলায় আটকে আছে প্রায় ১১ হাজার শিক্ষকের পদোন্নতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us