বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ কমেছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক শেষে বাংলাদেশের বকেয়া বিদেশি ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৫৪ বিলিয়ন বা ৯ হাজার ৬৫৪ কোটি ডলার। আগের ত্রৈমাসিক অর্থাৎ জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৯৮ দশমিক ১০ বিলিয়ন বা ৯ হাজার ৮১০ কোটি ডলার।
সেই হিসাবে দেখা যাচ্ছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে দেশের বিদেশি ঋণের পরিমাণ ১ দশমিক ৫৫ বিলিয়ন বা ১৫৫ কোটি ডলার কমেছে। দেখা যাচ্ছে, সরকারি ও বেসরকারি উভয় খাতের ঋণই কমেছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।