ভালোবাসা না-কি মোহ! বোঝার উপায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:১৯

কারও প্রতি ভালোলাগা জন্মানো, তাকে দেখতে ইচ্ছে করা, তার কথা শুনতে চাওয়া অথবা তার চিন্তায় মগ্ন থাকার অনুভূতিটা বেশ চমৎকার।


তবে দৈনন্দিন কাজে কর্মে কোনো নেতিবাচক প্রভাব ফেলে কি-না সেদিকে খেয়াল রাখা জরুরি। আর সেই ভালোলাগাটা কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে সেটা নিয়েও সন্দেহ থাকতে পারে।


আর মার্কিন মনোবিজ্ঞানি ডোরোথি টেনভ ক্ষণস্থায়ী এই মোহর নাম দিয়েছেন ‘লিমেরেন্স’।

লিমেরেন্স বলতে যা বোঝায়


মনোবিজ্ঞানী ডোরোথি টেনভ তিন’শরও বেশি সাক্ষাৎকার পরিচালনা করার পরে ১৯৭০ সালের দিকে মানুষ কীভাবে রোমান্টিক প্রেমের অভিজ্ঞতা অর্জন করে, সেটার ওপর একটি উপাত্ত সংগ্রহ করেন। সেখান থেকেই প্রথম ‘লিমেরেন্স’ শব্দটির নিয়ে এসেছিলেন।


সাক্ষাৎকারের সময় তিনি স্পষ্টতই খেয়াল করেন যে, প্রেমে পড়েছে এমন ব্যক্তিদের মাঝে বিশেষ অভিজ্ঞতা ছিল- তারা ওই নির্দিষ্ট ব্যক্তির মনোযোগ ও আগ্রহের জন্য অনেক বেশি ব্যাকুল থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us