‘কুমির’-এর পেট থেকে বের হলো জীবন্ত মানুষ

প্রথম আলো প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৪২

কুমিরকে ভয় পায় না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। পানিতে বা স্থলভাগে ঘাপটি মেরে থাকে এরা। আয়ত্তের মধ্যে শিকারের দেখা পেলে হামলে পড়ে কুমির। এরপর যা হওয়ার, তা-ই হয়। একেবারে পেটের ভেতর চালান করে দেয়। সেই কুমিরের মুখ থেকে যারা বেঁচে ফিরে এসেছে, তারা সত্যিই ভাগ্যবান।


কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবিত বের হয়ে আসা চমকে যাওয়ার মতো ঘটনা বটে। এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল।


ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তাঁরা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।


রোবট কুমির নামের এই ভিডিওতে এরই মধ্যে ৬ লাখের বেশি লাইক পড়েছে। রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকেরা। আর যে ব্যক্তি কুমিরের পেটে ছিলেন, তাঁর অভিনয়ও ছিল দুর্দান্ত। দর্শকদের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর তাঁরা প্রকল্পটির সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা দেখে অবাক হয়ে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us