টাকার মান হ্রাসেই চাপে মূল্যস্ফীতি

যুগান্তর প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬

ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অমূল্যায়নের কারণেই এখনো মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে বড় চাপের সৃষ্টি হয়েছে।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্য সরবরাহে বাধা, আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চমূল্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের দামের ঊর্ধ্বমুখী সমন্বয় ও বাজারের অপূর্ণতা মূল্যস্ফীতির হার বাড়াতে অবদান রাখতে পারে। সম্প্রতি তৈরি কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।


সূত্র জানায়, গত অক্টোবর পর্যন্ত মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী ছিল। ওই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এ হার বেড়ে দাঁড়িয়েছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। গত নভেম্বরে এ হার কিছুটা কমেছে। তারপরও খাদ্য মূল্যস্ফীতির হার ডাবল ডিজিটেই রয়ে গেছে।


নভেম্বরে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৯ শতাংশে নেমেছে। খাদ্য মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতির হার চলতি ডিসেম্বরে আরও কিছুটা কমতে পারে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে ডিসেম্বরে এ হার ৮ দশমিক ৬ শতাংশে নেমে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us