কী নির্বাচন পাতছে, এটা তো কোনো নির্বাচন না: শাহজাহান ওমর

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩, ২১:৩৮

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) নৌকার প্রার্থী হওয়া মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, ‘এবারকার নির্বাচন, কী নির্বাচন পাতছে, এটা তো কোনো নির্বাচন না। আরে ব্যাটা, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে, ভালো প্লেয়ার না থাকলে, উভয় পক্ষের মিছিল–মিটিং, মাইকিং-স্লোগান না থাকলে সেই নির্বাচনে মজা নাই। যা–ই হোক, এটা তো শেষ না।’


আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির রাজাপুর ডাকবাংলো মোড়ে ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এর আগে গত সোমবার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সভা করে শাহজাহান ওমরের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নেয়। পরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বরিশাল শহরের বাসভবনে এক বৈঠকে শাহজাহান ওমরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সমঝোতা হয়। দ্বন্দ্ব অবসানের পর আজ কর্মসূচিতে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us