স্বপ্নের ইউরোপে যেতে কেউ ছেড়ে দিয়েছেন চাকরি। কেউ বিক্রি করেছেন বাবার জমি। আবার কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিয়েছিলেন একটি প্রতিষ্ঠানকে। কিন্তু বছর ঘুরলেও ইউরোপে যেতে পারেননি কেউই। ফাঁদে পড়ে ওই প্রতিষ্ঠানকে বিপুল অঙ্কের টাকা দিয়ে এখন ফেরতও পাচ্ছেন না তাঁরা।
প্রবাসী সেবা লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন অন্তত ১৬ যুবক। এঁদের মধ্যে পাঁচজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) দিয়ে ইউরোপের দেশ পর্তুগালে পাঠানোর কথা বলে তাঁদের সঙ্গে চুক্তি করা হয়। ভুয়া কাগজপত্র দিয়ে তাঁদের কাছ থেকে কয়েক লাখ করে টাকা নেওয়া হয়েছে। কিন্তু পর্তুগালে পাঠানো দূরের কথা, প্রতিষ্ঠানটি তাঁদের ভিসার আবেদনই জমা দেয়নি।