চট্টগ্রামে সাধারণ ডায়েরির সূত্র ধরে এক তরুণ ও তার মা-বাবাকে কোতয়ালি থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের কয়েক ঘণ্টা পর সেই তরুণের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বন্দরনগরীর লালখানবাজার টাঙ্কির পাহাড় থেকে বুধবার রাতে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছে খুলশী থানা পুলিশ।
মিনহাজুল ইসলাম রাফি নামের ২১ বছর বয়সী ওই তরুণ নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি টাঙ্কির পাহাড় এলাকার অটোরিকশা চালক নোমানের ছেলে।
পরিবারের অভিযোগ, থানায় ডেকে নিয়ে ‘মানসিক নির্যাতন আর টাকা দাবির’ ঘটনায় ‘অপমানে’ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাফি।
তবে পুলিশ বলছে, জিডির তদন্তের স্বার্থে রাফিকে থানায় ডাকা হয়েছিল। তাকে তদন্ত সংশ্লিষ্ট প্রশ্ন করা হয়েছে। কোনো টাকাও দাবি করা হয়নি।
কোতয়ালি থানায় গত ৯ ডিসেম্বর জিডি করেছিলেন এক তরুণী। ওই জিডির বিষয়ে রাফি ও তার মা-বাবাকে সেই থানায় ডাকেন পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন।