৭৪ বছরের দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর টোকিও’র স্টক এক্সচেঞ্জ থেকে নাম মুছে গেছে জাপানের ইলেকট্রনিক জায়ান্ট ‘তোশিবা’র।
একটা সময় ছিল, যখন অনেকের বাড়িতেই তোশিবার তৈরি একাধিক পণ্যের দেখা মিলত। হোক সেটা টিভি, কম্পিউটার, স্পিকার সিস্টেম বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট।
বিবিসি বলছে, এক সময় জাপানের ইলেকট্রনিক খাতের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিতি পাওয়া কোম্পানিটি টোকিও’র স্টক এক্সচেঞ্জ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে, যার ফলে দেশটির শেয়ারবাজারের সঙ্গে কোম্পানির ৭৪ বছর দীর্ঘ ইতিহাসের অবসান ঘটল।