আবলা লাফি, ৫৯ বছর বয়স। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তরে তুরমুস আইয়া গ্রামের বাসিন্দা। তিনি যখন তাঁর জলপাইবাগানের কথা বলছিলেন, তখন তাঁর কণ্ঠে এক অনির্বচনীয় আবেগ ঝরে পড়ছিল। এই জলপাই চাষে গ্রামবাসীদের বাধা দিচ্ছে ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা।
‘এটা আমাদের জমি’, বলতে বলতে চোখে আগুন ঠিকরে বেরোয় আবলা লাফির। ‘কী সাহস তাঁদের! আমাদের জমিতে ঢুকতে ও জলপাই পাড়তে বাধা দেয়, যেন আমরা চুরি করতে ঢুকেছি। আমরা নিজ হাতে এসব গাছ লাগিয়েছি। চোর তো দখলদারেরা, আমরা এই জমির মালিক!’