বিএনপির ডাকা হরতালের ভোরে ঢাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার আগুনে নেত্রকোণার ব্যবসায়ী মো. রশিদ ঢালী মারা গেছেন বলে পরিবার দাবি করেছে। সেই পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে যারা পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার চেয়েছেন স্বজনরা।
মৃত বশির মিয়া ও রাবেয়া আক্তারের ছেলে রশিদ ঢালী (৬৫) বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নেত্রকোণা পৌর কমিটির সদস্য ছিলেন। শহরের বড় বাজারে তার কাপড়ের দোকান রয়েছে।
রশিদ ঢালী স্ত্রী, দুই ছেলে এনামুল ঢালী ও সামসুল ঢালীকে নিয়ে নাগড়া স্টাফ কোয়ার্টার রোডের নিজের বাসায় বসবাস করতেন।