ইনস্টাগ্রামের রিলস ভিডিওর জন্য টেমপ্লেট চালুর পর এবার স্টোরিজের জন্যও ব্যবহারকারীদের নিজের মতো করে টেমপ্লেট বানানোর সুযোগ তৈরি হয়েছে। ‘অ্যাড ইওরস’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরিজ টেমপ্লেটে জিআইএফ, টেক্সট ও ছবি পিন করে রাখতে পারবেন এবং পরে তা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
অ্যাড ইউরস টেমপ্লেট তৈরি করে ব্যবহারকারীরা তাঁদের স্টোরিতে জিআইএফ, টেক্সট ও ছবি যুক্ত করতে পারবেন। এ জন্য স্টোরিজ দেওয়ার সময় স্টিকার ট্রে থেকে অ্যাড ইউরস টেমপ্লেট নির্বাচন করতে হবে। এরপর টেমপ্লেট থেকে কাঙ্ক্ষিত উপাদান নির্বাচন করতে হবে।