বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতালের আগের রাতে চট্টগ্রামের চন্দনাইশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত, কিংবা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।