দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে যে কয়টিতে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে, সেখানে নৌকার সাথে লড়বেন ঈগল, কেটলি ও ফুলকপি প্রতীকের প্রার্থীরা।
এবার জেলার সব আসন মিলিয়ে মোট ১২০ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রারীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেল লড়ছেন নৌকা প্রতীক নিয়ে।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন। তিনি পেয়েছেন ঈগল প্রতীক। আসনটিতে জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিএনএফ, বিএসপিসহ মোট ৭ জন প্রার্থী।