চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইয়ের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ সোমবার। তাঁর বিরুদ্ধে নতুন জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে।
জিমি লাইয়ের বিচার শুরুর আগের রাতে প্রচণ্ড শীত উপেক্ষা করে হংকংয়ে আদালতের বাইরে জড়ো হন তাঁর সমর্থকেরা। তাঁদের একজন জলি চুং। সংবাদমাধ্যমকে জলি বলেন, ‘আমি তাঁকে (জিমি) আদালতে দেখতে চাই না। শুনানিতে কেউ অংশ নিক, এটাও দেখতে চাই না।’
১ হাজার ১০০ দিন পেরিয়েছে জিমি লাইয়ের বন্দিজীবনের। তিনি হংকংয়ের অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা। গণতন্ত্রপন্থী প্রকাশনা হিসেবে পরিচিত অ্যাপল ডেইলি। যদিও পত্রিকাটির প্রকাশনা বাতিল করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।