রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দানে আসা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, জয়ী হতে পারলে বিজয়ী হতে পারলে তিনি বিজয়মালা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়; নিজের আসন উৎসর্গ করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক বুঝে পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ঢাকা-১০ আসনের এ প্রার্থী।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে এবার জমা পড়েছিল ১১টি মনোনয়নপত্র; তার মধ্যে আটটিই বাছাইয়ে বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। ফেরদৌস ছাড়া বৈধ প্রার্থী হিসেবে টেকেন কেবল জাকের পার্টির মো. হুমায়ুন কবীর এবং জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান।