জয়ী হলে প্রধানমন্ত্রীকে ‘বিজয় মালা’ দেবেন ফেরদৌস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬

রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দানে আসা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, জয়ী হতে পারলে বিজয়ী হতে পারলে তিনি বিজয়মালা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়; নিজের আসন উৎসর্গ করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।


সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক বুঝে পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ঢাকা-১০ আসনের এ প্রার্থী।


রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।


ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে এবার জমা পড়েছিল ১১টি মনোনয়নপত্র; তার মধ্যে আটটিই বাছাইয়ে বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। ফেরদৌস ছাড়া বৈধ প্রার্থী হিসেবে টেকেন কেবল জাকের পার্টির মো. হুমায়ুন কবীর এবং জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us