ভূপৃষ্ঠে এক বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে পুনরায় উৎক্ষেপিত হতে যাচ্ছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের রকেট কোম্পানি ব্লু অরিজিনের ‘নিউ শেফার্ড’ রকেটটি।
২০২২ সালের সেপ্টেম্বরে রকেটটির উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দীর্ঘদিন এর পুনরায় উৎক্ষেপণের অনুমতি দেয়নি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’।
১৮ ডিসেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ফ্যাসিলিটি থেকে রকেটটি পুনরায় উৎক্ষেপণের লক্ষ্যস্থির করেছে কোম্পানিটি। আর এর ‘লঞ্চ উইন্ডো’ চালু হবে পূর্বাঞ্চলীয় সময় সকাল সাড়ে ৯টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) থেকে।