নিজেদের ‘হাই-এন্ড’ চিপের বিভিন্ন অংশ সমন্বিত করার লক্ষ্যে মালেয়শিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করার আগ্রহ বাড়ছে চীনের সেমিকন্ডাক্টর নকশাকারী কোম্পানিগুলোর মধ্যে।
বিভিন্ন সূত্র বলছে, নতুন এই আগ্রহের পেছনে রয়েছে চীনের চিপ খাতের লাগাম টেনে ধরার উদ্দেশ্যে মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাব্য ঝুঁকি। এ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে চীনা কোম্পানিগুলো।
সূত্ররা বলছে, চীনের কোম্পানিগুলো বিভিন্ন মালেয়শীয় চিপ প্যাকেজিং কোম্পানিকে ‘জিপিইউ’ শ্রেণির চিপ সমন্বিত করার অনুরোধ জানাচ্ছে।