১০ ওভার শেষে ২ উইকেটে ৭ রান!
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর এক পর্যায়ে এমনই ছিল। শাহিন আফ্রিদি আর খুররম শাহজাদের একেকটা ডেলিভারি রীতিমতো আগুন ঝরাচ্ছিল পার্থের অপটাস স্টেডিয়ামে। অভিষিক্ত শাহজাদের একটি শট ডেলিভারিতে হাতে ব্যথা পেয়ে ফিজিওকেও ডাকতে হলো মারনাস লাবুশেনকে। একই বোলারের পরের ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দিলেন অস্ট্রেলিয়ার নাম্বার তিন।
ইনিংসের শুরুর এই ঝড় শেষ পর্যন্ত সামলে নিয়েছেন স্টিভেন স্মিথ–উসমান খাজারা। তাতে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার আধিপত্যও প্রতিষ্ঠাও হয়েছে জোরালোভাবেই। প্রথম ইনিংসে ২১৬ রানের লিড নেওয়া অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৪ রান নিয়ে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে ৩০০ রানে।