নিউজিল্যান্ডে গ্রীষ্ম সবে শুরু হলো। তাপমাত্রা সবখানেই ১২ থেকে ১৪ ডিগ্রির আশপাশে। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দিবাগত রাত ৪টায় প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। তার আগে নিউজিল্যান্ডের ঠান্ডা নিয়ে অজুহাত দিতে চাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
সচেতনভাবে এই আলোচনা থেকে দূরে থাকতে চাইছেন নাজমুল। নিউজিল্যান্ড সফর কাভার করতে যাওয়া সাংবাদিকদের তিনি আজ এমন কথাই বলেছেন, ‘কন্ডিশন তো একটু ঠান্ডা। তবে আমার মনে হয়, এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। কারণ, এর আগেও এখানে আমরা এসেছি। তো এই সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করছি, কাল খুব বেশি সমস্যা হবে না।’