জনসনকে যেভাবে চুপ করতে বললেন ওয়ার্নার ও তাঁর স্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ২০:১১

মিচেল জনসনের সমালোচনার জবাব ডেভিড ওয়ার্নার মুখে দিয়েছিলেন খুব হালকাভাবেই। অনেকটা হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে। কিন্তু আজ পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম দিন তিনি যে জবাবটা দিয়েছেন, সেটি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারের জন্য বেশ কড়াই। একজন ক্রিকেটারের জন্য সমালোচনার সবচেয়ে জুতসই জবাব—পারফরম্যান্স দিয়েই। ২১১ বলে খেলেছেন ১৬৪ রানের ইনিংস।


শতকের পর উদ্‌যাপনে ওয়ার্নার ‘চুপ’ করতে বলার ভঙ্গি করেছেন, সেটিও জনসনকে উদ্দেশ্য করেই। রেডিও ধারাভাষ্য দিতে মাঠেই ছিলেন জনসন। ওয়ার্নারের মতো জবাব দিয়েছেন তাঁর স্ত্রী ক্যানডিস ওয়ার্নারও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুধু একটা ক্রিকেটীয় শব্দ আর একটি ‘ইমোজি’ ব্যবহার করেই ক্যানডিস জনসনকে যা বলার বলে দিয়েছেন। পার্থ টেস্টে শতরান করার পর ওয়ার্নারের একটি ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী। তাতে বড় হরফে লেখা ‘সেঞ্চুরি’। ছবির ওপর যে ইমোজিটা ব্যবহার করেছেন, সেটি ঠোঁটে আঙুল দিয়ে কাউকে চুপ করতে বলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us