দীর্ঘ আট বছর বিরতির পর পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে ইরানের নাগরিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের হজ ও পিলগ্রিমেজ অর্গানাইজেশনের প্রধান আব্বাস হোসেইনি। তিনি জানান, আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে সৌদি আরবের উদ্দেশে নিয়মিত ফ্লাইট শুরু হবে, যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
তেহরানে এক প্রেস ব্রিফিংয়ে আব্বাস হোসেইনি বলেন, প্রথম ভাগে ৫৫০ জন ওমরাহ যাত্রী সৌদি যাবে। তারা তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে এবং ১০ দিন থাকবে। এর মধ্যে পাঁচ দিন মক্কায় এবং পাঁচ দিন মদিনায় থাকার কথা রয়েছে।