উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশের পর আমাদের দেশে ছেলেমেয়েরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা ছেলেমেয়েদের সাধারণত প্রথম পছন্দ থাকে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া এবং সেখানে পড়াশোনা করা।
এসব জায়গায় সুযোগ না পেলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণ করে। মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে পাশ করা ছেলেমেয়েরাও একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে তাদের অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে অনার্স ও ডিগ্রি কোর্সে ভর্তি হয়। অপরদিকে আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানদের অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের অনার্স কোর্সে ভর্তি হয়। অনেকে আবার উচ্চশিক্ষার্থে বিদেশে পাড়ি জমায় এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করে। এই হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের পরবর্তী ধাপে ভর্তির সংক্ষিপ্ত রূপ।