বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের অসংখ্য অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহারকারীর স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার আরও সহজ করেছে। তবে গুগলের জনপ্রিয় একটি অ্যাপ পরিষেবা বন্ধ করে দিল। সেই অ্যাপটিকে গুগল তার এন্টারটেইমেন্ট সার্ভিসের সঙ্গে মিলিয়ে দিচ্ছে।
অ্যাপের নাম গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি। এই অ্যাপটিকে গুগল টিভি অ্যাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা পর্যায়ক্রমে ফেজ আউট করা হবে। সার্চ ইঞ্জিন জায়ান্টটি এরই মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের গুগল টিভি অ্যাপে মাইগ্রেট করতে শুরু করেছে। পাশাপাশি রোকু সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বেশিরভাগ অ্যান্ড্রয়েড টিভি থেকেই অ্যাপটিকে সরিয়ে দিয়েছে।