সৌন্দর্যের লীলাভূমি বলা যায় মালয়েশিয়ার অনেক পর্যটন গন্তব্যকে। রাজধানী কুয়ালালামপুরের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র বাতু কেভস তার মধ্যে অন্যতম। মূলত তামিলদের পবিত্র স্থান হলো বাতু কেভস।
এখানে পাহাড়ের সামনে স্থাপন করা হয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেব মূর্তি। হিন্দু দেবতা মুরুগানের ১৪০ ফুট দীর্ঘ মূর্তি আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে এখানে। সোনালি রঙের মূর্তিটি বসানো হয়েছে বাতু কেভসের বাইরে।