সাড়া ফেলে দেওয়া ‘বার্বি’ হলিউডের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় শীর্ষে আছে। সর্বাধিক ৯টি বিভাগে মনোনীত হয়েছে এই চলচ্চিত্র। এই খবরের পর ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগের জন্যও এল নতুন খবর। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন গ্রেটা গারউইগ।
বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ মেইলবার্তায় এই সিদ্ধান্তটি নিশ্চিত করে। এবারের উৎসব অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৪ থেকে ২৫ মে পর্যন্ত কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনে।
বিচারকদের সভাপতি নির্বাচিত হওয়ায় দারুণ প্রতিক্রিয়া দিয়েছেন গ্রেটা গারউইগ। বলেন, ‘আমি এই দায়িত্ব পেয়ে স্তম্ভিত ও রোমাঞ্চিত।’ নির্মাতা আরও বলেন, ‘আমি সিনেমা ভালোবাসি, সিনেমার সঙ্গে থাকতে ও কথা বলতে পছন্দ করি। কান এমন একটি উৎসব যেটাকে বিশ্বচলচ্চিত্রের অন্যতম স্থান বলে মনে হয়। এখন অপেক্ষা, সামনে আমাদের জন্য কেমন সিনেমা অপেক্ষা করছে। অন্ধকার হলরুমে বসে একেবারে নতুন নতুন সব সিনেমা দেখার জন্য অধীর হয়ে আছি আমি।’