গতকাল বুধবার বলিউড অভিনেত্রী পূজা হেগড়েকে হত্যার হুমকির খবর ছড়িয়ে পড়ে সবখানে। ভারতের জনপ্রিয় পাপারাজ্জি প্রোফাইল ‘ভাইরাল ভায়ানি’র অফিশিয়াল ইনস্টাগ্রামে তুলে ধরা হয় খবরটি। সেখানে জানানো হয়, দুবাইয়ে এক ক্লাবে উত্তপ্ত তর্ক-বিতর্কের পর অভিনেত্রীকে হত্যা হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয় হুমকির মুখে ভারতে ফিরে এসেছেন তিনি।
সংবাদটি ছড়িয়ে পড়াতেই পূজা হেগড়ের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটি মোটেও ভালো কাজ নয়।’ কেউ আবার লিখেছেন, ‘ওহ গড! দয়া করে নিরাপদে ভারতে পৌঁছান।’ অনেকেই জিজ্ঞাসা করেন যে অভিনেত্রী ভালো আছেন কিনা।
তবে অভিনেত্রীর টিম এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করেননি, যে এমন কোনও ঘটনা ঘটেছে কিনা। অভিনেত্রীর একজন প্রতিনিধি ফ্রি প্রেস জার্নালকে বলেন, ‘আমরা জানি না কারা এই ভুয়া খবর রটাতে শুরু করেছে। এটা সম্পূর্ণ অসত্য।’ এবং ঘটনা চারদিকে যখনই ছড়িয়ে পড়ে পাপারাজ্জি প্রোফাইল থেকেও পোস্টটি মুছে ফেলা হয়েছে।