এক সময় তিন ফরম্যাটেই ভারত দলে নিয়মিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে এখন ক্যারিয়ারের শেষের দিকে এসে লাল বলের ক্রিকেটেই বেশি মনযোগী। বাকি দুই ফরম্যাটে অনিয়মিত। কিন্তু এখনও তার বৈচিত্রপূর্ণ বোলিং যেকোনো ব্যাটারের জন্যই খেলা কঠিন কাজ।
অশ্বিনের মতো বোলিংয়ে এমন বৈচিত্র আনতে পারাটা যেকোনো বোলারের জন্যই স্বপ্নের। ব্যাতিক্রম নন নাথান লায়ন। অজি এই স্পিনার সাদা পোশাকের ক্রিকেটে দেশের অন্যতম সেরা এবং অভিজ্ঞ স্পিনার। তিনি জানালেন, অশ্বিনের থেকে অনেক কিছুই শিখেছেন তিনি।
অশ্বিনের প্রশংসা করে লায়ন বলেন, 'আপনি অশ্বিনকে দেখুন, সে বিশ্বমানের বোলার এবং আমি তাকে খুব কাছ থেকেই দেখেছি ক্যারিয়ারের শুরু থেকে। বিশ্বের বিভিন্ন কন্ডিশনে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। তার জন্য শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই আমার। আমি অবশ্যই তার কাছ থেকে শিখেছি।'