নির্বাচনে অংশ নিতে আগ্রহী আরও তিন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে অভিযোগ আসায় তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তথ্য যাচাইয়ের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ইসির এ সংক্রান্ত নির্দেশনাসহ আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠি পররাষ্ট্র সচিবকে পাঠানো হয়েছে।
ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদ ও বরিশাল-৪ আসনে বাছাইয়ে বাদ পড়া আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অন্য প্রার্থীদের অভিযোগ পাওয়ার পর ঢাকায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তথ্য যাচাইয়ে এ উদ্যোগ নেওয়া হয়।