ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন।
ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর ইসরায়েলের নেতৃত্বের বিষয়ে এটাই জো বাইডেনের সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। হামলা শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি দ্বিধাহীন সমর্থন জানিয়ে আসছিলেন তিনি।