প্রথমবারেই প্রশ্নবিদ্ধ আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা পুরস্কার

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ২০:৫৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাইবার সচেতনতায় আন্তর্জাতিক পুরস্কার চালু করে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। কিন্তু প্রথমবারই পুরস্কার প্রদানের ক্ষেত্রে ঘোষিত শর্ত রক্ষা করা হয়নি।


এ বছর প্রথমবারের মতো পাঁচটি বিভাগে ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড’ দেয় আইসিটি বিভাগ। শর্ত ছিল সাইবার নিরাপত্তার বিষয়ে বৈশ্বিক সচেতনতা তৈরিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া গুরুত্ব দেওয়া হবে স্বল্পোন্নত দেশগুলোর আবেদনকারীদের।


কিন্তু পাঁচ বিভাগের চারটিতেই পুরস্কার পেয়েছে দেশীয় ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাইরের রাষ্ট্র বলতে একমাত্র ভারতের একটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। যদিও ভারত স্বল্পোন্নত দেশের মধ্যে পড়ে না। এ ছাড়া বিশেষ স্বীকৃতি বিভাগে পুরস্কার পাওয়া দেশীয় প্রতিষ্ঠানটির বিষয়েও প্রশ্ন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us