সদস্য আইনজীবীদের বার্ষিক আয়কর রিটার্ন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। পেশাজীবী সংগঠনের সদস্যপদ লাভ ও নবায়নে রিটার্ন জমার প্রমাণপত্র লাগে। সে জন্য বার কাউন্সিলের পক্ষ থেকে সদস্যদের এই শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
৭ ডিসেম্বর সংগঠনটির সচিব ওয়াহিদুজ্জামান শিকদার এ নোটিশ জারি করেছেন। এর আগে অবশ্য গত অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পেশাজীবী সংগঠনের সদস্যদের রিটার্ন জমা বাধ্যতামূলক থাকার বিষয়টি অবহিত করা হয়। এর পাশাপাশি রিটার্ন জমার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।