বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখনো তালা, নেতা–কর্মীদের দেখা নেই

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। কার্যালয়ের ভেতরে চেয়ারের ওপরে পড়ে আছে কয়েকটি পত্রিকা। কার্যালয় কেন্দ্র করে নেতা–কর্মীদের দেখা না গেলেও পুলিশের উপস্থিতি আছে।


আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে চলছে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ। অবরোধের প্রথম দিন আজ দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।


বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দায়িত্ব পালনকারী মতিঝিল বিভাগের একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিএনপির অবরোধ কর্মসূচি কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় স্বাভাবিকভাবেই নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়। এ কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটে। এর পর থেকে ৪৬ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, মূল ফটকে এখনো তালা ঝুলছে। মূল ফটকের ভেতরে প্লাস্টিকের একটি চেয়ারে কয়েকটি পত্রিকা পড়ে আছে। কার্যালয়ের সামনের রাস্তায় পুলিশের কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছেন। কার্যালয়ের পাশের গলিতে পুলিশের কিছু সদস্য বসে বিশ্রাম নিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us