কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের পুরোনো একটি হোটেলকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা আপাতদৃষ্টে খবরের শিরোনাম হওয়ার তেমন কারণ নেই। কিন্তু এ ঘটনা সবার নজর কেড়েছে, কারণ আস্ত অবকাঠামোটি ৭০০টি সাবানের বারের সাহায্যে সরানো সম্ভব হয়েছে।
নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের রাজধানী হালিফ্যাক্সের এল্মউড ভবনটি ১৮২৬ সালে নির্মাণ করা হয়েছিল। তখন ভবনটি একটি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো। এর ৭০ বছর পর ১৮৯৬ সালে ভবনটিকে ভিক্টোরিয়ান এল্মউড হোটেলে রূপ দেওয়া হয়। দীর্ঘদিন হোটেল ব্যবসায় ব্যবহৃত হওয়ার পর ২০১৮ সালে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। গ্যালাক্সি প্রোপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান ভবনটি কিনে নেয়। প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা ভবনটি ভাঙবে না। এখান থেকে পুরো ভবনটিকে সরিয়ে সড়কের কাছাকাছি নতুন করে স্থাপন করবে এবং এটিকে পরিকল্পিত একটি অ্যাপার্টমেন্ট ভবনের সঙ্গে জুড়ে দেওয়া হবে।